WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

Sunday, April 12, 2015

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি খুঁজতে আজ আমি মরিয়া
                                                 - সুফিয়া বেগম
আজকাল আর ঘুমের ঘোরে স্বপ্ন দেখিনা আমি
ঘুমগুলো তাড়া খাওয়া হরিণীর
মতো কেবলই তড়পায় রাতের আঁধারে
সময়টাকে মনে হয় মুখোশ পড়া এক ভয়ংকর জীব
ওর চোখ-কান-নাক-মুখ সব যেন
এক একটি শাণিত অস্ত্রতাই,
এদিক থেকে ওদিক
এপাশ থেকে ওপাশ
যেদিকেই চলি না কেন আমরা,
প্রতি মুহূর্তে শিকার হচ্ছি ওর ভয়ংকর থাবার
রক্তাক্ত হচ্ছি,
ক্ষত-বিক্ষত হচ্ছি,
জ্বলে-পুড়ে অঙ্গার হচ্ছি
একেই কি বলে মানুষের জীবন ?
মানুষের জীবন কখনও কি এমন হতে পারে ?
যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই ?
প্রতি মুহূর্তে ভয়ংকর মৃত্যুকে কাছ থেকে দেখছি আমরা
দুর্বৃত্তের ছোঁড়ে দেয়া পেট্রোল বোম,
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপ,
লঞ্চডুবি, জাহাজডুবি,
পুলিশের সাথে এনকাউন্টার,
এতসব হিংস্র মৃত্যুর ফাঁদে
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি খুঁজতে তাই
আজ আমি মরিয়া
তাই তো আজকাল
ঘুমের ঘোরে স্বপ্ন দেখিনা আমি
স্বপ্নগুলো তাড়া খাওয়া হরিণীর মতো
কেবলই তড়পায় রাতের আঁধারে